খাগড়াছড়ি পৌরসভার ৫৮ কোটি টাকার বাজেট ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

বুধবার, ২১ জুন ২০১৭ , ০৫:১২ পিএম


খাগড়াছড়ি পৌরসভার ৫৮ কোটি টাকার বাজেট ঘোষণা

খাগড়াছড়ি পৌরসভার ৫৮ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৮শ’৩৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিবেশ বান্ধব, পর্যটনমুখী, যানজটমুক্ত ও আধুনিক পৌরশহরে রুপান্তর করার লক্ষ্যে নতুন কর আরোপ ছাড়াই খাগড়াছড়ি পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। 

বাজেটে ৫৮ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার ৮শ’ ৩৯ টাকা আয় ধরে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করা হয়। 

বিজ্ঞাপন

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ১৩ লক্ষ ৯০ হাজার টাকা।  

বুধবার খাগড়াছড়ি পৌরসভার হলরুমে সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে উম্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল আলম। 

তিনি বলেন, বাজেটে জনস্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়কে অগ্রাধিকার দিয়ে অবকাঠামোগত উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে বেশি। 

বিজ্ঞাপন

এসময় পৌর সচিব পারভিন আক্তার, নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস, সহকারি প্রকৌশলী জামাল উদ্দীনসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে খাগড়াছড়ি পৌর এলাকার সব নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন পৌর মেয়র রফিকুল আলম। 

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission