লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ মে ২০২২ , ১০:৩৪ এএম


লক্ষ্মীপুরে ১১ গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। 

বিজ্ঞাপন

সোমবার (২ মে) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদরাসায় নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ইমামতি করেন মাওলানা মনিরুল ইসলাম। তবে এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লিরা পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। 

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল ফিতর উদযাপন করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মাওলানা ইসহাক (রা:) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪৩ বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission