ময়মনসিংহ মেডিক্যালের আইসিউতে আগুন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, ময়মনসিংহ

মঙ্গলবার, ২৭ জুন ২০১৭ , ০১:৩২ পিএম


ময়মনসিংহ মেডিক্যালের আইসিউতে আগুন (ভিডিও)

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে আগুন লেগে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। এসময় ওই ইউনিটে লাইফ সাপোর্টে থাকা বেশ কয়েকজন রোগীকে দ্রুত অন্য ইউনিটে সরিয়ে নেয়া হয়। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন,  আগুনের সূত্রপাত এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফজলুল হক খান পাঠান আরটিভি অনলাইনকে জানান, সকালে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অবস্থিত আইসিইউ বিভাগে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

তিনি আরো জানান, আগুন লাগার পর লাইফ সাপোর্টে থাকা ছয়জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission