ঢাকা

শিক্ষককে দেখে অজ্ঞান শিশু, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ , ০৬:২৬ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীতে টানা তিন মাস ধরে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে যৌননির্যাতন করছিলেন এক শিক্ষক। জানা গেছে, স্কুলের টিফিনের সময় শিশুটির ওপর নির্যাতন চালাতেন তিনি। শিশুটিও ভয়ে কাউকে কিছু বলছিল না। কিন্তু ওই শিক্ষককে বাসায় টিউশনিতে রাখার পরই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। 

বিজ্ঞাপন

অভিযুক্ত রোকনুজ্জামান খান (৩৩) রাজধানীর রামপুরার একটি স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। শিশুটি ওই স্কুলের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

শিশুটির বাবা জানান, ওই শিক্ষক তার ছেলেকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল। সে ভয়ে পরিবারকে কিছুই বলেনি। সম্প্রতি  লেখাপড়ার উন্নতির জন্য ওই শিক্ষককে টিউশনির জন্য বাসায় রাখার সিদ্ধান্ত নেয় শিশুটির পরিবার। কিন্তু  শিশুটি কিছুতেই তার কাছে পড়তে রাজি হচ্ছিল না। একপর্যায়ে ওই শিক্ষককে বাসায় দেখে জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। তখনই পরিবারের সন্দেহ হয়। পরে শিশুটিকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলে ধীরে ধীরে ভয়াবহ এসব তথ্য জানতে পারেন পরিবার। 

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। এরপর ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |