ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

কমছে বন্যার পানি

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ জুলাই ২০২২ , ১০:৩৭ এএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

বৃষ্টিপাত কম হওয়ায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে দিয়ে ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ২৪ মিলিমিটার। 

বিজ্ঞাপন

শুক্রবার (১ জুলাই) পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।
  
আগামী কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় ধীরে ধীরে লোকালয় ও রাস্তাঘাট থেকে পানি কমতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতির মধ্যে গত দুই ধরে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ার বন্যা কবলিত এলাকায়  আতঙ্ক দেখা দেয়। পানি কমতে শুরু করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে বন্যার পানি ধীর গতিতে কমতে থাকলে মানুষের দুর্ভোগ বাড়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি বাড়ছে। টানা দুই সপ্তাহ পানিবন্দি থাকায় খাদ্য সংকট, পানি, স্যানিটেশন, চিকিৎসাসহ মানবিক বিপর্যয় নেমে এসেছে বন্যার্ত এলাকায়। ডায়েরি, চরম রোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড,  পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী ত্রাণ তৎপরতার পাশাপাশি স্বাস্থ্যসেবা অব্যাহত থাকলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় এখনো এসব ত্রাণ বা সেবা পৌঁছাতে না পেরে বলে অভিযোগ রয়েছে বানভাসিদের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |