হরিতকী খান, সুস্থ থাকুন

লাইফস্টাইল ডেস্ক|আরটিভি অনলাইন

শনিবার, ০৮ জুলাই ২০১৭ , ০৫:১৩ পিএম


হরিতকী খান, সুস্থ থাকুন

আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরিতকী। এটি কম্ব্রেটাসিয়াই গোত্রের ফল। এর ইংরেজি শব্দ মাইরাবেলান। স্বাদে তিতা ফলটির রয়েছে নানা ওষধি গুণ। সুস্থ্য থাকতে এর উপকারিতা জুড়িমেলাভার। এবার চলুন জেনে নিই হরিতকীর নানা উপকারিতার কথা-

বিজ্ঞাপন

১. হরিতকী অ্যামাইনো এসিড, ফ্রুকটোজ, ট্যানিন, অ্যানথ্রাইকুইনোন, বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ। যা শরীরের জৈব ক্রিয়ায় সহায়তা করে।

২. এটি দেহের রক্ত পরিষ্কার ও শক্তি বৃদ্ধি করে।

বিজ্ঞাপন

৩. রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায় এবং প্রতিরোধের কাজ করে।

৪. হৃদপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে।হার্টবার্নের দ্রুত কাজ করে।

৫. স্নায়ুবিক দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য ও অবসাদ নিরাময় করে।

বিজ্ঞাপন

৬. দেহের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। এছাড়া যাদের ওজন অধিক বা স্বাভাবিকের চেয়ে বেশি তাদের নানা চিকিৎসায় ব্যবহৃত হয়।

৭. এটি পরজীবীনাশক হিসেবে ব্যবহৃত হয়।

৮. বিভিন্ন ধরনের এলার্জি দূর করে।

৯. চুল ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

১০. বিভিন্ন ধরনের বাত রোগ, গলা ও দাঁতের ব্যথার বিশেষ উপকার করে।

১১. ত্রিফলাতে হরিতকীর মান বা স্থান সব ওপরে।

১২. এর ছাল, শিকড় ও পাতা অনেক ধরনের ওষধি কাজে ব্যবহৃত হয়।

অধিক সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ১০ গ্রাম হরিতকী ফল খাওয়া দরকার। তবে কখনোই মাত্রার বেশি খাওয়া যাবে না। ৭ ধরনের হরিতকীর মধ্যে ‘বিজয়া’ জাতটি বেশি গুণ সমৃদ্ধ।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission