এবার টাঙ্গাইলে ৯৯ গোখরা

আরটিভি অনলাইন রিপোর্ট, টাঙ্গাইল

বুধবার, ১২ জুলাই ২০১৭ , ০৮:২২ পিএম


এবার টাঙ্গাইলে ৯৯ গোখরা

এবার টাঙ্গাইলে ৯৯টি সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কালিহাতী থেকে ৭৩টি ও সখীপুর থেকে ২৬টি গোখরা সাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের মোখলেসুর রহমান জানান, সোমবার ভোরে তার স্ত্রী রান্নাঘরে গেলে একটি গোখরা সাপের বাচ্চা দেখে চিৎকার দেন। তাৎক্ষণিক বাচ্চাটি মেরে ফেলা হয়। পরে আশপাশ থেকে আরো ২০টি সাপ উদ্ধার করা হয়। 

একই উপজেলার মসিন্দা গ্রামের শাহজাহান সিকদারের বাড়ির ভাড়াটিয়া হোমিও ডাক্তার দুলাল হোসেন জানান, তাদের বাসা থেকেও বেশ কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছে। তবে বড় সাপটি এখনো ধরা না পড়ায় বাড়ির লোকজনসহ এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। 

বিজ্ঞাপন

এদিকে সখীপুর উপজেলার হামিদপুর গ্রামের প্রবাসী আশরাফ আলীর বাড়ির রান্নাঘর থেকে ২৬ গোখরা সাপ পাওয়া যায়। পরে ওই সাপগুলো স্থানীয়রা এক এক করে মেরে ফেলে।

ওই এলাকার ইসমাইল হোসেন বলেন, বাড়ির রান্নাঘরের মেঝের গর্ত খুঁড়ে একে একে বিষাক্ত গোখরা সাপের বাচ্চা বের করে মেরে ফেলা হয়। এ ঘটনার পর থেকে বাড়িতে লোকজন আতঙ্কে রয়েছে।

সম্প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিষাক্ত গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission