ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ১২:৪১ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
ফাইল ছবি

মহাসড়কে নিষিদ্ধ অবৈধ যান চলাচল বন্ধ ও দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৬টা থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

সোমবার রাতে শহরের মেড্ডা বাসষ্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরী সভা থেকে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া এ কর্মসূচীর ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

এদিকে ধর্মঘটের কারণে পৌর বাস টার্মিনাল ও মেড্ডা বাস স্ট্যান্ড থেকে কোনো যাত্রীবাহী লোকাল বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ধর্মঘটের কারণে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. অহিদ মিয়া বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে আমাদের পরিবহন ধর্মঘট চলছে। ৬ দফা দাবি মেনে নেয়া না পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission