রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, সেই চালক গ্রেপ্তার 

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ , ০৮:০৮ এএম


রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, সেই চালক গ্রেপ্তার 

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে নয়জন নিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামের বাসিন্দা। তিনি জোয়ানা পরিবহনের চালক। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, রোববার (৪ সেপ্টেম্বর) দুর্ঘটনার পর থেকে দেলোয়ার আত্মগোপনে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিক বৃষ্টির মধ্যে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। এ সময় আহত হন অর্ধশতাধিক যাত্রী। পরে এ ঘটনায় তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission