ঢাকা

কাস্টমস কমিশনার এনামুল হককে দুদকে তলব

আরটিভি নিউজ

বুধবার, ০২ নভেম্বর ২০২২ , ১০:০০ পিএম


loading/img
কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হক

কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হককে তলব করেছে দুদক। 

বিজ্ঞাপন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে আগামী ১০ নভেম্বর এনামুল হককে দুদকে হাজির হতে বলা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাকে পাঠানো নোটিশে বলা হয়, এনামুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে অভিযোগ-সংক্রান্ত বিষয়ে কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে এনামুল হক গণমাধ্যমকে বলেন, তিনি কোনো নোটিশ পাননি। দুদকে অবৈধ সম্পদের অনুসন্ধানের বিষয়টি সম্পর্কেও তিনি অবগত নন।

এনামুল হককের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |