টাঙ্গাইলের সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিয়েছেন সানজিদা আক্তার নামে এক শিক্ষার্থী।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকালে ওই ইউনিয়নের বাইমাইল গ্রামে এ ঘটনা ঘটে।
সানজিদা আক্তার দাইন্যা ইউনিয়নের বাইমাইল গ্রামের শামীম আল মামুনের মেয়ে। তিনি টাঙ্গাইল শহরের সরকারি কুমুদিনী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শহরের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্রে রোববার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন তিনি।
সানজিদার ভাই ইমরান হোসেন জানান, বাবা পাকস্থলীর সমস্যা নিয়ে গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল শহরের একটি ক্লিনিকে চার দিন চিকিৎসা নেন। পরবর্তীতে কিডনিতে সমস্যা দেখা দেওয়ায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে বাবার অপারেশন হয়। এরপর আর জ্ঞান ফেরেনি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বাবা মারা যান। পরে রোববার সকালে বাবার মরদেহ বাড়িতে আনা হয়। এ সময় বাবার মরদেহ রেখেই ছোট বোন এইচএসসি পরীক্ষা দিতে যায়।
এ বিষয়ে দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রোববার সকালে বাড়িতে বাবার মরদেহ রেখে সানজিদা পরীক্ষা দিয়ে যান।