জামালপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ , ০৫:৫১ পিএম


জামালপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

জামালপুরে শিশুপুত্রকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।
সোমবার দুপুরে র‌্যাব-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি বলেন, ভিক্ষুকের কন্যাশিশুকে অপহরণের পর বিভিন্ন স্থানে আটক রেখে ধর্ষণের ঘটনায় ১৯৯৮ সালের ৭ জুলাই টাঙ্গাইলের মধুপুর থানায় মামলা দায়ের হয়। ঘটনার পর থেকে আসামি ইসমাইল হোসেন ইসরাফিল পলাতক ছিল। 
২০১৮ সালের ২ জুলাই টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন বিশেষ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘ ২৪ বছর পর র‌্যাব রোববার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার কুসুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে ছদ্মবেশে ওই এলাকায় দিন মজুরের কাজ করে আসছিল। ইসমাইল হোসেন শেরপুর সদরের নয়াপাড়া এলাকার মৃত সেকান্দর আলীর পুত্র।
 অন্যদিকে আসামি মো. মোস্তফা ২০১১ সালের ২০ মে পারিবারিক কলহের জেরে তার ৫ মাস বয়সের শিশুপুত্র মো. আসিফকে ঢেঁকির সঙ্গে আছাড় মেরে নির্মমভাবে হত্যা করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা হলে ২০২০ সালের ২ ডিসেম্বর আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ঘটনার পর ১২ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোস্তফাকে রোববার বিকেলে ঢাকার খিলগাঁও হাজির মোড় থেকে গ্রেপ্তার করে। সে ওই এলাকায় ছদ্মনামে অটোরিকশা চালিয়ে আসছিল। মোস্তফা শেরপুরের ঝিনাইগাতীর দুধনই গজারীকুড়া গ্রামের আবদুর রহিমের পুত্র। তাদের দুজনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission