পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার চীনা নাগরিক নিহত, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:৫৪ পিএম


পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার চীনা নাগরিক নিহত, আহত ৩
ছবি : আরটিভি

মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় পিকআপভ্যান আরোহী চীনা নাগরিক চাং বিং শাউমি (৩১) নিহত হয়েছেন। এ সময় তার গাড়িতে থাকা দোভাষী রাজুসহ আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু মহাসড়কের পাশের রাস্তায় শিবচরের দৌলতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চাং বিং শাউমি পদ্মা রেলওয়ে প্রজেক্টের (সিআরইসি, প্রকল্প) সার্ভেয়ার হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

 হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় চীনা ওই নাগরিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশসহ ওই প্রকল্পের দায়িত্বে থাকা চায়না কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (ফরিদপুর সার্কেল) মো. মারুফ হোসেন জানান, ওভারটেকিং করার সময় ড্রাম ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission