• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতা নিহত 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ মে ২০২৩, ০৮:৩০
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতা নিহত 

ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ মে) বিকেলে ওই ইউনিয়নের হাসেম চেয়ারম্যান বাড়িতে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শর্শদি ইউনিয়নের আবুল কালামের ছেলে খান মোহাম্মদ আব্দুল হান্নান (৩৫)। তিনি উপজেলার শর্শদি ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের চাচা মো. আবদুল হাসেম জানান, সোমবার বিকেলে হান্নান নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করে বাড়ির লোকজন ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ ইকবাল জানান, সোমবার বিকেলে হাসপাতালে নিয়ে আসার আগেই হান্নানের মৃত্যু হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে হাসপাতালে ধাক্কা লেগে বিধ্বস্ত হেলিকপ্টার, আরোহীদের সবাই নিহত
সেনবাগে ট্রাক্টর চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫