বেসরকারিভাবে কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে ২৮ হাজার ৪১৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট।
এ ছাড়া ১২টি ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত পুরুষ কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে এসআইএম আকতার কামাল, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিজান, ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে এহেসান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে শাহাবুদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারি দাশ, ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সালাহউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু এবং ১২ নম্বর ওয়ার্ডে এম এ মনজুর।
নির্বাচিত সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন- ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার পাখি। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আকতার। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আকতার এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নাসিমা আকতার বকুল।
কক্সবাজার পৌরসভায় এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে। বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।