রাজশাহী সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

আরটিভি নিউজ

বুধবার, ২১ জুন ২০২৩ , ১১:১৩ পিএম


রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ভোটের ফলাফল অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রজব আলী, ২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু, ৫ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টুকু, ৭ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৮ নম্বর ওয়ার্ডে জানে আলম খান জনি, ৯ নম্বর ওয়ার্ডে রাসেল জামান, ১০ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর কিনু, ১২ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ডে আব্দুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন, ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডে শাহাদত আলী শাহু, ১৮ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে তৌহিদুল হক সুমন, ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে নিজাম উল আজীম, ২২ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার টেকন, ২৩ নম্বর ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডে আরমান আলী, ২৫ নম্বর ওয়ার্ডে আলি আল মাহমুদ লুকেন, ২৬ নম্বর ওয়ার্ডে আখতারুজ্জামান কোয়েল, ২৭ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল হোসেন বাচ্চু, ২৯ নম্বর ওয়ার্ডে জাহের হোসেন সুজা এবং ৩০ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন। 

বিজ্ঞাপন

এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাসিকের মোট ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়।

রাজশাহী সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission