ভারত থেকে দুদিনে এলো ৩ হাজার ৭৬১ টন পেঁয়াজ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ , ০২:০৮ পিএম


হিলি স্থলবন্দর দিয়ে দুদিনে ৩ হাজার ৭৬১ টন পেঁয়াজ
ফাইল ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া। তবে ভারতীয় ১২৪ ট্রাকে তিন হাজার ৭৬১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। যার ফলে কমতে শুরু করেছে খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজের দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা আরমান শেখ বলেন, হিলি বাজারে কাঁচা মরিচের দাম কমছে না। তবে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৪ টাকা দরে। ভারত থেকে কাঁচা মরিচ আসছে তবুও দাম কমছে না। এই বিষয়ে প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করা দরকার।

বিজ্ঞাপন

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, তিন দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে ৪ থেকে ৮ টাকা। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে ২০ থেকে ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম। আমদানি অব্যাহত থাকলে দাম বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে আমদানির জন্য এলসি করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। যার ফলে প্রতিদিন ভারত থেকে পেঁয়াজ আসছে দেশে। বর্তমানে খুচরা বাজারে অনেকটাই দাম কমেছে। সরকার যদি আমদানি অব্যাহত রাখে তাহলে দাম নিয়ন্ত্রণেই থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission