ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল কুদ্দুস (৭৫) নামের এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইরচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অচেতন অবস্থায় কারারক্ষীরা কারা চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা গেছে আব্দুল কুদ্দুস হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম নায়েব আলী। তার কয়েদী নাম্বার ৭৭৪২/এ।