ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ , ০৫:২৬ পিএম


ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। 

বিজ্ঞাপন

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা জানান, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। সেই কেন্দ্রের ভোটগ্রহণ আজ পুনরায় নেওয়া হয়েছে। এখন চলছে ভোটগণনা। গৌরীপুরের ভালুকাপুর উচ্চবিদ্যালয় নামে ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫। 

বিজ্ঞাপন

৭ জানুয়ারির ভোটে এই একটি কেন্দ্র বাদে ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পান ৫২ হাজার ২১১ ভোট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission