খুলনার খালিশপুরে দুই শিশুকে ধর্ষণ মামলায় হিরু মিয়া নামের এক মাহেন্দ্রাচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩ মার্চ) বিকেলে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে হিরু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আসামি পলাতক রয়েছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২০ সালের ২৭ অক্টোবর লুডু খেলার কথা বলে ডেকে নিয়ে প্রতিবেশী হিরু মিয়া ১০ বছর বয়সী শ্রবণ প্রতিবন্ধী শিশু মেয়ে ও তার বান্ধবীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিন খালিশপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।