• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইকচালক নিহত

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ মে ২০২৪, ২২:৪৮
নরসিংদী সদর হাসপাতাল
ছবি: সংগৃহীত

নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইউনুস মিয়া (৩৭) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।

সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত অজয় দাস (২২) নামের যাত্রীকে আটক করেছে পুলিশ।

ইউনুস মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়ায় থাকতেন। আর শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্ত্রী আকলিমা বেগম জানান, প্রতিদিনের মতো আজও দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হন তার স্বামী ইউনুছ মিয়া। সন্ধ্যায় তাকে ছুরিকাঘাতে হত্যার খবর পান পরিবারের সদস্যরা। পরে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে ইউনুছ মিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, হাজীপুরে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে অজয় দাস নামের এক যাত্রী ইজিবাইকের চালক ইউনুছকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তিনি বলেন, অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা 
ছেলের দায়ের কোপে মা নিহত
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার নিহত