• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ১৩:১০
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
ছবি : আরটিভি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৪৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিকেল সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলে দুপুর ১২টা ২৫ মিনিট থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে সাতটি ফেরি চলাচল করছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার (২৭ মে) বিকাল সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বৃষ্টি যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘আসনা’র যে প্রভাব পড়তে পারে
ঘূর্ণিঝড় ‘আসনা’ নিয়ে সবশেষ যা জানা গেল
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’, যা জানাল আবহাওয়া অধিদপ্তর