• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

আবাসিক হোটেল থেকে ৩ ভুয়া পুলিশ আটক 

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ১১:০১
ছবি : সংগৃহীত

জামালপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের পুরাতন পৌরসভার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাকির হোসেন, সোহেল রানা এবং সারফিন আহমেদ তানভীর। এদের মধ্যে জাকির হোসেন, সোহেল রানার বাড়ি গাইবান্ধা জেলায় এবং সারফিন আহমেদ তানভীরের বাড়ি হবিগঞ্জ জেলায়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আটক হওয়া তিনজন প্রতিবার হোটেলে ১০ থেকে ১৫ দিন করে অবস্থান করতো এবং দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে জামালপুরের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। এবার কোনো অপকর্মের আগেই তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাকসহ পুলিশের লোগো সংবলিত কটি, চাবির রিং, তিনটি মোবাইল ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
জামালপুরের সেই যুবদল নেতাকে শোকজ
জামালপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ  
ভুয়া পুলিশ আখ্যা দিয়ে আসল পুলিশকে মারধর