• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

‘কৃষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ২১:০৭
‘কৃষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে’
ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি মেলার উদ্বোধন করেন।

রোববার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন।

মেলায় বিভিন্ন কৃষি পণ্যের সরকারি বে-সরকারি ১৫টি স্টল স্থান পেয়েছে।

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ‘কন্দাল ফসল’ উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে।

প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি বলেন, ‘বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিতে দেশ আজ সমৃদ্ধ। কৃষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে এবং কৃষিতে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছে। প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে কৃষিতে সব ধরনের চাষ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষিতে যতো বেশি প্রযুক্তি ব্যবহার হবে ততো বেশি উৎপাদন বাড়বে।’

এ সময় শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা, সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সভাপতি জালাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।

মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, খামার যন্ত্রপাতি, কন্দাল ফসল, ধানের আধুনিক জাত, কৃষি পণ্য প্রক্রিয়াজাত, ফারজানা নার্সারি, ব্র্যাক নার্সারি, ইস্পাহানি এগ্রো লিমিটেড, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আগামী ২৪ জুন পর্যন্ত মেলা চলবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ৩ মাস পর গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন
স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে গলা কেটে হত্যা
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত