• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২৪, ২০:৫৭
ফাইল ছবি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চিরকুট লিখে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধূর নাম আঁখি মনি (১৭)। তিনি লালমনিরহাট তালুক খুঁটামারা ৩২ হাজারি গ্রামের আইনুল হকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০ মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আঁখি মনির। প্রতিদিনের মতো শুক্রবার (৫ জুলাই) রাতে পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আঁখি। শনিবার সকালে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে তার শ্বশুর। পরে তাকে উদ্ধার করে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে আঁখির শয়নকক্ষে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে, ‘আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও। আগামীকাল সকাল ১১টায় আমাকে নিয়ে যাবা। আমার জীবনে কিছু নেই।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
‘আমার মৃত্যুর জন্য জাহেদা দায়ী, জীবনটা নষ্ট করেছে কাওছার’
শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রেমিকাকে না পেয়ে অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা