বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপী কমপ্লিট শাটডাউনে সিরাজগঞ্জে বন্ধ রয়েছে দুরপাল্লা ও আন্তজেলা রুটের যান চলাচল। যানবাহন নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কেও। ভোর থেকে শহরে বিরাজ করছে থমথমে পরিবেশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোর থেকে এ চিত্র দেখা যায়।
কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপি কমপ্লিট শাটডাউনের প্রভার পড়েছে সিরাজগঞ্জেও। শহরজুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহন নেই বললেই চলে।
শহরের কেন্দ্রীয় এম এ মতিন বাসটার্মিনাল থেকে চলাচল করছে না আন্তজেলা বা দুরপাল্লা রুটের বাস। অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে শহরের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।