• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

বিএনপির দুই নেতাকে বহিষ্কার, শোকজ ৫

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ২০:০৮
ফাইল ছবি

হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পাওয়ায় খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও সদস্য কিশোর মণ্ডলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পাঁচ নেতাকর্মীকে শোকজ করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক পত্রে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাময়িক বহিষ্কারকৃতরা হলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও সদস্য কিশোর মণ্ডল। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, বিএনপি কর্মী নাসির মেম্বর, রুতাপ শেখ ও শাফায়েত হোসেনকে শোকজ করা হয়েছে। কারণ দর্শানো নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, কেউ কোথাও হামলা-ভাঙচুর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক টিকবে না: ডা. জাহিদ
বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
ভোল পাল্টে তারেক রহমানকে নিয়ে জয় চৌধুরীর পোস্ট, অতঃপর...
নির্বাচনের দরজা পার হয়ে গণতন্ত্রে যেতে হবে: ফখরুল