• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন, নিহত ১

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ২৩:৪১
নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন, নিহত ১
ছবি : আরটিভি

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার আগুন নেভাতে গিয়ে মো. আজারুল ইসলাম (৩১) নামে এক শ্রমিক মারা গেছেন। আগুনে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে নরসিংদী, পলাশ, মাধবদী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণ আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব।

নিহত আজারুল সুনামগঞ্জ জেলার জয়নগর বাজার এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে।

এ দিকে পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুর বারি বলেন, বিকেল ৪টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দুতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরো ৫টি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কারখানার পিএইচ ফোম শাখা সম্পূর্ণ পুড়ে যায়। তবে কি থেকে এই আগুনের ঘটনা তা এখনও জানা যায়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার।
আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম পরিদর্শন করেছেন।

এ বিষয়ে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডাঙ্গা ইউনিটের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না। আগুনে ফ্যাক্টুরিতে কর্মরত মো. আজারুল ইসলাম নামে একজন শ্রমিক মারা গেছেন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা 
ছেলের দায়ের কোপে মা নিহত
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার নিহত
নরসিংদীতে বিএনপির দুপক্ষের গোলাগুলি, আহত ৩