• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১
মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা 
ছবি : আরটিভি

কয়লা আমদানি নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, কয়লা আমদানি নিয়ে আদালতের যে নিষেধাজ্ঞা ছিলো সেটি স্থগিত করা হয়েছে। ফলে কয়লা আমদানি নিয়ে এখন আর কোনো জটিলতা নেই। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কয়লা দেশে চলে আসবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের হিলডাউন সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, মহেশখালীতে গত সরকার প্রকল্প বিলাস চালিয়েছে। যেকারণে জনকল্যাণে আসছে না। এ রকম হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে শুধু লুটপাট করার জন্য।

আইনি জটিলতায় কয়লা আমদানি আদালতে ঝুলে থাকায় মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু রাখা নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছিলো। কারণ এই বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে কয়লা মজুদ রয়েছে আর মাত্র মাস খানের।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকাল সাড়ে ৮টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সকাল সাড়ে ৮টায় নৌপথে তিনি মহেশখালীর মাতারবাড়ি আল্টা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সফরসঙ্গী ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা
আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না: জ্বালানি উপদেষ্টা
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য জমি দেবে সরকার: জ্বালানি উপদেষ্টা
বড় বিদ্রোহের সতর্কবার্তা দিলেন জ্বালানি উপদেষ্টা