পুজোর ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ অক্টোবর ২০২৪ , ০৫:৫৫ পিএম


চরজব্বর থানা
ছবি: সংগৃহীত

পুজোর ফুল তুলতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে সন্ধ্যা রাণী দাস (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এই ঘটনা ঘটে।

সন্ধ্যা রাণী দাস উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বিজ্ঞাপন

সন্ধ্যা রাণীর ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পুজো দেওয়ার জন্য বাড়ির পাশের আঙিনায় ফুল তুলতে যান চাচি। এ সময় ধানখেতের আইলে তার বাম পায়ে সাপে দংশন করে। তাৎক্ষণিক চাচি ঘরে ফিরে এসে বিষয়টি জানান। এরপরই তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission