• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পু‌লিশ সদস্যের 

আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১১:৩২
ছবি : সংগৃহীত

সিলেটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাজী আতিকুর রহমান (৩৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের সালুটিকর ছা‌লিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাজী আতিকুর রহমান ইন্ডাস্ট্রিয়াল পুলিশে (সিলেট অঞ্চল) কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আরেক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে আসছিলেন আতিকুর। পথে সালুটিকর ছা‌লিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আতিকুর। এ সময় তার সঙ্গে থাকা আরেক পুলিশ সদস্য আহত হন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তার মরদেহ সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩ 
সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আটক
সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২