• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মা ইলিশ রক্ষায় অভিযান, পদ্মা নদী থে‌কে আটক ৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ১৩:৩১
ছবি: আরটিভি

মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোররাত পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম এ অভিযান চালায়।

নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় প্রথম দিনে পদ্মার শিবচর অংশে অভিযান চালানো হয়। রাতভর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ৬ কেজি ইলিশ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, প্রথম দিনে আমরা রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চেয়ে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশ রক্ষায় যৌথ অভিযান জোরদার করা হবে: রিজওয়ানা হাসান 
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৬ চাঁদাবাজ গ্রেপ্তার
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭
পাথরঘাটায় মাদকসহ কারবারি আটক