চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের শাহজামাল নামে এক নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান।
শাহজামাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার জয়নুদ্দিন মোল্লার ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক।
জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত শাহজামাল বলেন, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা মিলে আমাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এতে আমার একটি হাতের তিনটি আঙুল কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘একজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। তার হাতের তিনটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাকে থানায় এসে অভিযোগ বা মামলা করতে বলেছি।’
আরটিভি/এমকে