• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সুনামগঞ্জে বালুখেকো বাবুল গ্রেপ্তার 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২০
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু লুটপাটে জড়িত বাবুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের ডিএস রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাবুল মিয়া বিশ্বরম্ভপুর উপজেলার ভাতেরটেক গ্রামের আবুল খায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশের অনুপস্থিতর সুযোগ নিয়ে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বালু লুটপাট শুরু করে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রকে যে কজন নিয়ন্ত্রণ করে তাদের অন্যতম হোতা বাবুল মিয়া। তার বিরুদ্ধে অবৈধভাবে বালু লুটের অভিযোগসহ আরও দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাবুলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বালুখেকো চক্রের সদস্যদের তথ্য সংগ্রহ করা হবে। কারা নদীতে ড্রেজার চালাচ্ছিল, কারা বালু লুট করছে এই সম্পর্কে আরও তথ্য জানা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির প্রাক্তন স্বামীর মৃত্যু, যা জানাল পুলিশ
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছেলের মুখে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে মায়ের আত্মহত্যা
১০ দিনেও খোঁজ মেলেনি ৪ জেলের