• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গা ডাকাত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৩
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটক মো. আলম (১৯) উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফে নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে হাতে ছোট একটি ব্যাগসহ এক ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এতে বিজিবির সদস্যরা ওই ব্যক্তিকে থামার জন্য নির্দেশ দিলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি ১টি বন্দুক, ৫টি গুলি ও ১টি গুলির খালি খোসা।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে তিনি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। সে ইতোপূর্বে টেকনাফের বিভিন্ন মার্কেট, দোকান ও বাড়িঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
দুই কিশোরকে আরাকান আর্মি থেকে ফেরত আনলো বিজিবি
বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত