• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

৭ মাথার খেজুর গাছ দেখতে উৎসুক জনতার ভিড়

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১২:৩৮

ফিনিক্স ড্যাকটিলিফিরা গোত্রভুক্ত খেজুর গাছ কমপক্ষে ৬ হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে। সাধারণত এক মাথা নিয়ে জন্ম নেয় খেজুর গাছ। তবে প্রচলিত নিয়ম ভেঙে একাধিক মাথা নিয়ে মাঝে মাঝে দাড়িয়ে থাকতে দেখা গেছে অনেক খেজুর গাছকে। যে গাছগুলো দেখতে অদ্ভুত ও অসাধারণ মনে হয়। তেমনি এবার ৭ মাথার একটি খেজুর গাছের সন্ধান পাওয়া গেছে ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার মোথনপুর গ্রামে।

গ্রামটির প্রবেশ সময় রাস্থার বাম পাশে দেখা মিলবে ৭ মাথাওয়ালা এ খেজুর গাছটির। এটি দেখতে এখন গ্রামটিতে অনেক মানুষ ভিড় করেন, বিশেষকরে পড়ন্ত বিকালে। মোথনপুর গ্রামের প্রবেশ পথে এ গাছটি ১৫ থেকে ১৬ বছর ধরে দাঁড়িয়ে আছে বলে জানান স্থানীয়রা।

মোথনপুর গ্রামের তোফাজ্জেল হোসেন জানান, গাছটি কমপক্ষে ১৫ থেকে ১৬ বছর ধরে এ রাস্তার পাশে আছে। গাছের মাথাগুলো দেখলে মনে হয় ৭টি গাছ যেন একসাথে দাঁড়িয়ে। এমন গাছ দেখলেই ভালো লাগে।

কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের ইউপি সদস্য ও মোথনপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম জানান, প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে গাছটি অনেকে দেখতে আসেন। আমি আপনাদের মাধ্যমে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন গাছটির রক্ষণাবেক্ষণসহ সংরক্ষণ করে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিলমারী উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আরটিভিতে আজ (৪ নভেম্বর) যা দেখবেন
ধর্ষণ মামলায় চবি ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার