• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১২:৪৫
চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু 
ছবি : আরটিভি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। মারা যাওয়া দুইজন হলো সাতকানিয়ার বাসিন্দা মৃদুল কান্তি দাশ (৫৫)। ফটিকছড়ির বাসিন্দা সালমা খাতুন (৪০) নামে এক নারী ।

মঙ্গলবার (৫ নভেম্বর) জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, ডেঙ্গুতে চট্টগ্রামে এ নিয়ে সোমবার পর্যন্ত মোট মৃত্যু হয়ছে ২৮ জনের। এ ছাড়া চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৮ জন। এরমধ্যে নগরীতে ১ হাজার ৯৮৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৫ জন। মোট মৃত্যুর হিসেবে নারী ১৫ জন, পুরুষ ১০ জন এবং ৩ জন শিশু রয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৬৮৭ জন পুরুষ, ৮৬৫ জন নারী এবং ৫৪৬ জন শিশু রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের 
আন্দোলনে একাই ২৮টি গুলি ছোড়েন ফরিদ, অবশেষে গ্রেপ্তার 
হামলার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
এক সপ্তাহে ডেঙ্গুতে গেল ৩৯ প্রাণ