• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, বৃদ্ধ খুন 

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫৬
নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, বৃদ্ধ খুন 
ছবি : সংগৃহীত

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ খুন হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে। নিহতের নাম সুলতান মোল্যা (৭০)। এ ঘটনায় উভয়পক্ষে আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম।

নিহত সুলতান মোল্যা উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলে আসা গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। যার একটির নেতৃত্বে পুরুলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জামাল মোল্যা ও বাসার। অপর গ্রুপের নেতৃত্বে সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যা ও সুইট শেখ।

সোমবার (৪ নভেম্বর) রাত ১১টায় সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যা সমর্থিত সুলতান মোল্যাকে বাড়ি ফেরার পথে একা পেয়ে বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যা সমর্থিত লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে শরিফুল মোল্যা ও সুইট সমর্থিতরা লোকজন জড়ো করে পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুপক্ষের আহত হন অন্তত ৬ জন। পরে গুরুতর আহত সুলতান মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ঘটনায় অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। বিরোধের সেই জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত সুলতান মোল্যা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল হাজির হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যা মামলা রুজু করা হবে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নড়াইলে টাস্কফোর্স কমিটির অভিযান, ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা
নড়াইলে ঘরে ঢুকে প্রধান শিক্ষককে হত্যা