আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ , ০৭:৩৬ পিএম


আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 
ছবি : আরটিভি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঝালকাঠি আইনজীবী সমিতির সামনে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে আনন্দ মিছিল বের করেন। পরে তারা পথচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। পরে আইনজীবী সমিতি ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন। 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমির হোসেন আমু ছিলেন ঝালকাঠির মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম। এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। দুর্নীতি, টেন্ডার, জমি দখল ও নিয়োগ বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা ও প্রচুর সম্পদের মালিক হয়েছেন। তাকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেন বিএনপি নেতাসহ সাধারণ মানুষ। বিএনপি নেতৃবৃন্দ আমির হোসেন আমুর অপকর্মের কঠোর বিচার দাবি করেন।

আরটিভি/এএএ 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.