সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ , ০৩:০৪ পিএম


সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার
ছবি : আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের জন্য এই সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, যৌক্তিক সময় বলতে আমরা বুঝিয়েছি, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই সময়টুকু। 

বিজ্ঞাপন

শুক্রবার (৮ নভেম্বর) কুষ্টিয়ায় সদস্য রোকন সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। 

গোলাম পরওয়ার বলেন, সব মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন অবস্থা আসলেই ভোট দিতে বলেছি আমরা। আমরা স্পষ্ট করে বলেছি না খুব দ্রুত না খুব লং। আর নির্বাচনের তফসিল ঘোষণা হলেই জামায়াত নির্বাচনের ইস্তেহার ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

জামায়াত সেক্রেটারি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্ত ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদ শাসক শেখ হাসিনা। কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায়। কিন্তু সেই অপরাধ প্রবণতা একশ ভাগ বিদায় হয়নি। এখনও ছোটখাটো কিছু অপরাধ হচ্ছে। আমর এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি। 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ হচ্ছে আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষের কল্যাণ থাকবে। 

দুপুর ১২টায় কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ রাহি, অডিটোরিয়ামে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন। সম্মেলনে কুষ্টিয়াঞ্চলের জামায়াতের রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission