• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ধরা পড়েছে ধূসর রঙের হনুমান 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ২১:২৩
ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে একটি ধূসর রঙের হনুমান এলাকাবাসীর হাতে ধরা পড়েছে। হনুমানটি এখন উপজেলার উত্তর চর-আবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর এলাকায় শ্রীবাস চক্রবর্তীর হেফাজতে রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে শ্রীবাস চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পের হাট বাজারে হনুমানটি দেখা যায়। তখন ঘটনাস্থলে কয়েকজন তাকে মারধরের চেষ্টা করে। একপর্যায়ে হনুমানটি গিয়ে শ্রিবাসের কোলে উঠে। পরে তিনি তাকে বাড়িতে নিয়ে যান।

শ্রীবাস জানান, হনুমানটি ক্ষুধার্ত ছিল। বাড়িতে এনে তাকে খাবার খাওয়ানো হয়েছে। মানুষজনও এখন তাকে দেখতে আসে, খাবারও দেয়। সে এখন ভালো ও নিরাপদে আছে। বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এসে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এ অঞ্চলে এর আগে হনুমান দেখা যায়নি।

শ্রীবাসের মেয়ে তিশা চক্রবর্তী বলেন, কয়েকজন লোক হনুমনাকে মারছিল। তখন বাবা দেখে তাকে বাড়িতে নিয়ে আসে। এখন সে আমাদের বাড়িতে আছে। মানুষজনও তাকে দেখতে আসছে।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, শ্রীবাশ নামে এক ব্যক্তি হনুমান উদ্ধারের বিষয়টি আমাকে জানিয়েছে। এখন হনুমানটি তার হেফাজতে রয়েছে। দলছুট হয়ে হনুমানটি ঘটনাস্থল চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহেশখালী থেকে বিলুপ্তপ্রায় ১২ হনুমান উদ্ধার
হনুমানের জন্য কোটি রুপি দান অক্ষয়ের
রাজধানীতে ৩ হনুমানসহ যুবক গ্রেপ্তার
দিনাজপুরে খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান