• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ২৩:১৮
সংগৃহীত ছবি

শ্রম মন্ত্রণালয়ে বৈঠকে শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধের তারিখ নির্ধারণ করায় গাজীপুরের মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে তারা এ ঘোষণা দেন।

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে এ বিষয়ে শ্রম মন্ত্রণায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী রোববারের মধ্য শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ এবং বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণায়ের এই সিদ্ধান্তের পর শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের সিদ্ধান্ত জানতে পেরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোনাবাড়িতে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর
গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল হক ভূঁইয়া আর নেই
চাঁদা উঠানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব, হামলায় যুবকের মৃত্যু
সাদপন্থী নেতা মুয়াজ ৩ দিনের রিমান্ডে