• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

দুবলা চরে রাস মেলায় ২ ট্রলারে সংঘর্ষ, আহত ৩

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ২২:৪৬
দুবলা চরে রাস মেলায় ২ ট্রলারে সংঘর্ষ, আহত ৩
ছবি : আরটিভি

সুন্দরবনের দুবলার চরের রাস মেলার কাছে রাতের আধারে ২ ট্রলারের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিমজোনের সদস্যরা স্পিডবোটে করে মোংলা নিয়ে আসেন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিমজোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম শামসুল আরেফিন।

আহতরা হলেন- যশোর জেলার কেশবপুর উপজেলার কাশিমপুর গ্রামের অবিলাস মন্ডলের ছেলে মনি শংকর মন্ডল এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার জাহেড়া গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলের জয় সরকার।

আহতরা জানান, দাঁড়িয়ে থাকা তাদের ট্রলারে অন্য একটি ট্রলার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তারা তিনজন আহত হন।

এ ব্যাপারে কোস্ট গার্ড পশ্চিমজোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম শামসুল আরেফিন বলেন, সুন্দরবনের দুবলার চরের রাস মেলায় যশোর থেকে ২৬ জনের পুন্যার্থীর একটি ট্রলারের সঙ্গে অন্য একটি ট্রলারের সংঘর্ষ হলে দুজন গুরুতর আহত হন।

বিষয়টি কোস্টগার্ডের দুবলার টিম জানার পরে তাদের উদ্ধার করে স্পিডবোটে করে দুজনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবন রক্ষার প্রচারণায় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার তাসফিয়া
সুন্দরবন থেকে ৪৩ জেলে আটক, জরিমানায় মুক্তি
‘ইত্যাদি’ এবার সুন্দরবনের প্রবেশদ্বার মোংলায়
খুলনায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত