• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ২১:৪০
ছবি: আরটিভি

পটুয়াখালীর কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে নূর হোসেন (৪৫) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কুয়াকাটা ডিসি পার্ক সংলগ্ন পাবলিক টয়লেটের মহিলা কক্ষ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। ২৭ ঘণ্ট পর লাশটি পাওয়া গেল পাবলিক টয়লেটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে খুলনা থেকে কুয়াকাটায় বন্ধু লতিফের কাছে বেড়াতে আসেন নিহত নূর হোসেন। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে টয়লেটে যাবার কথা বলে লতিফের কাছ থেকে চলে আসেন। পরে লতিফ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ মেলেনি।

শনিবার জিসান নামের এক পর্যটক পাবলিক টয়লেটে আসেন। দীর্ঘ সময় অপেক্ষা করলেও ভিতর থেকে কেউ বের হয় না দেখে টয়লেটের উপর দিয়ে উঁকি দিয়ে টয়লেটের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তিনি ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়।

মৃত নূর হোসেন খুলনা জেলার লবণচোড়া থানার সাচিবুনিয়া গ্রামের মৃত শাজাহানের ছেলে।

পাবলিক টয়লেটের ইজারাদার মোহাম্মদ জলিল চুকানি বলেন, রাস মেলায় বাড়তি পর্যটকদের চাপ ছিল। তাই কে কখন ঢুকেছে খেয়াল রাখতে পারিনি। তার স্বজনরা যখন খুঁজতে এসেছে তখন পুরুষ টয়লেটগুলোতে খোঁজ করা হচ্ছিল। কিন্তু সে ছিল মহিলা টয়লেটে। সেজন্য আমরা দেখতে পাইনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
ট্যুরিস্ট পুলিশের দাবিতে নিঝুমদ্বীপে মানববন্ধন
পর্যটকদের সেবায় যুক্ত হলো আইকনিক এক্সপ্রেস