• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ছাগল চুরি করে পালাতে গিয়ে ডিবির গাড়িতে ধাক্কা, অতঃপর...

আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ১০:১০

জামালপুরে মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে হাতেনাতে ধরা খেল আলমগীর (৩৫) নামে এক যুবক। ছাগলটি লুঙ্গির নিচে রেখে সে অটোরিকশা করে যাচ্ছিল।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে জামালপুরে উপজেলার মালঞ্চ বাজারে এ ঘটনা ঘটে। আলমগীরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়েন্দা পুলিশের একটি দল রোববার দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে হঠাৎ করে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এটির ধাক্কা লাগে।

গোয়েন্দা পুলিশের সদস্যরা নেমে অটোরিকশার কাছে গেলে তারা আলমগীর নামে এক ব্যক্তির লুঙ্গির নিচে ছাগল দেখতে পায়। এ খবরে সেখানে জড়ো হয় আশপাশের লোকজন। পরে পুলিশ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ছাগলটি চুরি করেছেন বলে স্বীকার করেন আলমগীর।

তিনি জামালপুর পৌরসভার মুসলিমাবাদ এলাকার মো. আমানউল্লাহর ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, ছাগল নিয়ে পালানোর সময় আলমগীরকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
এইচএসসি পাসে চাকরি দেবে বাংলাদেশ পুলিশ
র‌্যাব-পুলিশসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ছেলেকে টর্চার করে মাকে হত্যার স্বীকারোক্তি আদায়ের অভিযোগ