নতুন বাংলাদেশের স্বপ্ন সবাইকে ধারণ করতে হবে: খসরু

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ , ০৬:১৯ পিএম


আমীর খসরু মাহমুদ চৌধুরী
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তা সবাইকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেটা সকলকে ধারণ করতে হবে। যদি বাংলাদেশের এই পরিবর্তনকে ধারণ করে আমাদের সুশৃঙ্খল রাজনীতি, সামাজিক ও ক্রিয়ার মাধ্যমে প্রতিফলন ঘটাতে পারি, তাহলে যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি, সেটা আমরা করতে পারব ইনশাআল্লাহ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, জীবনে অনেক কিছুই হারিয়েছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এ জন্য বিএনপিকে ভাঙতে পারেনি। 

তিনি আরও বলেন, আমরা আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারা যখন থামাতে গিয়েছে, তখনই তারা ধ্বংস হয়ে গেছে। বিএনপি কোথায় আর যারা ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়?

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শুধু রাজনীতি নয়, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে সেই সৎ মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। তারেক রহমানের আগামীর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। জাতীয়বাদী শক্তিকে এ দেশের সকল মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এই যাত্রায় আমাদের জয়ী হতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার, তাদের সংসদ দেখতে চায়। বিএনপি এ জন্য বিগত দিনে অনেক ত্যাগ শিকার করেছে, প্রয়োজনে আবারও ত্যাগ শিকার করতে আমরা রাজি আছি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission