পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ নভেম্বর ২০২৪ , ০৭:৪৫ পিএম


পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ
ছবি : আরটিভি

পাইকগাছা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। 

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ঋতুর নেতৃত্বে প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় গত ৭ মে পাইকগাছা সরকার বালিকা উচ্চবিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসেন। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাই না। 

বিজ্ঞাপন

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কারণ, সবকিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষক, তিনি না থাকলে আমরা অসহায়, পারি না শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে। 

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ও থানার ওসি মো. সবজেল হোসেন ঘটনাস্থলে আসেন। এ সময় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিস্তারিত কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থী ঋতু ও অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। সিনিয়র শিক্ষক আ. ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

এ সময় সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সমাধান দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে ক্লাসে ফিরে যায়।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission