ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়: শায়খে চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। কেবল ইসলামী সরকার ক্ষমতায় গেলেই দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদ-মুক্ত হবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নাগরিকদের ব্যক্তি সংস্কার প্রয়োজন। আর রাসূল (সা.) এর আদর্শ ছাড়া ব্যক্তি সংস্কার সম্ভব নয়। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শবান মানুষ তৈরির বিকল্প নেই। আর এমন নীতি ও আদর্শবান মানুষ তৈরির লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ইসলাম ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে— অনেকেই এমন অপপ্রচার করে বেড়ায়। তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, ইসলাম ক্ষমতায় গেলে দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদ মুক্ত হবে। দেশের মানুষ জান-মালের নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে। মানুষ কুরআনের পথে ফিরে আসলে বাংলাদেশ হবে বৈষম্যহীন ও বসবাসযোগ্য নিরাপদ রাষ্ট্র। ইসলাম ক্ষমতায় আসলে লুটতরাজ, চাঁদাবাজি, গুম-খুন ও জুলুম বন্ধ হবে। বন্ধ হবে অর্থ পাচারের সকল সুড়ঙ্গ পথ।
হাফেজ মাওলানা আব্দুর রহীম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা নূরুল হুদা ফয়েজী, আল্লামা আশেকে এলাহী সাহেব, আল্লামা উবায়দুর রহমান খাঁন নদভী, আল্লামা খালেদ সাইফুল্লাহ, মুফতি ইয়াহইয়া মাহমুদ, মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী রেজাউল করীম আবরার, মুফতি শামছুদ্দোহা আশরাফী, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি ইউসুফ কাসেমী, মুফতি মুহাম্মাদ আছেম, মুফতী আমজাদ হোসাইন আশরাফী, মুফতি মাহমুদ বিন মাদানি প্রমুখ।
আরটিভি/এএএ
মন্তব্য করুন