চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অভিযোগে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করার ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে একজনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) শ্রীপুর পৌরসভার ভাংনাহাটির কাইচ্চাগড় এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল।
নির্যাতনের শিকার যুবকের নাম মিন্টু মিয়া (২৫)। তিনি শ্রীপুর পৌর এলাকা বহেরারচালা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
নির্যাতনের ভিডিওটি তাৎক্ষণিকভাবে থানা পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে জড়িত একজনকে আটক করা হয়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, হলুদ শার্ট ও লুঙ্গি পরা এক যুবককে ঘরের বারান্দার সিমেন্টের খুঁটির সঙ্গে পিঠমোড়া করে বেঁধে রাখা হয়েছে। সাদা টি-শার্ট ও নীল জিন্সের প্যান্ট পরা আরেক যুবক তার দুই পা টেনে নির্যাতন চালাচ্ছেন। একপর্যায়ে ছেলেটির পায়ের ওপর ওঠে লাফালাফি করতেও দেখা গেছে। এসময় ‘ও মা, মাগো’ বলে চিৎকার করলে মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেন নির্যাতনকারীরা। এদের মধ্য থেকে কয়েকজন নির্যাতনকারীদের মারধর করতে নিষেধ করলেও তারা শোনেননি। পরে ছেলেটির বাঁধন আরও শক্ত করে চুরির স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালানো হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন