সাবেক এমপি নিক্সনের সহযোগী শামীম গ্রেপ্তার

আরটিভি নিউজ

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ০৯:০১ পিএম


সাবেক এমপি নিক্সনের সহযোগী শামীম গ্রেপ্তার
ফাইল ছবি

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের কুঠিবাড়ি কমলাপুরস্থ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফরিদপুরের একটি দল।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শামীমকে।

ডিবি পুলিশ জানায়, গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম বাদী হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে তার মেয়ে আহত হওয়ার ঘটনাকে উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এ মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর ও আব্দুর রহমানসহ ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০০ জনকে আসামি করা হয়।

এজহারে উল্লেখ করা নামের ৯৮ নম্বর আসামি জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার (৪৫)। শামীম তালুকদার নিক্সনের সহযোগী হিসেবে পরিচিত এবং তার হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, শামীম তালুকদারকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission